কানাডায় ফাইজারের ভ্যাকসিন অনুমোদন

1228

অটোয়া (কানাডা), ১০ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : কানাডা বুধবার ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এর কয়েকদিন আগে ব্রিটেন এই ভ্যাকসিনের অনুমোদন দেয়।
কানাডিয়ান সরকারের প্রধান চিকিৎসা উপদেষ্টা সুপ্রিয়া শর্মা এক সংবাদ সম্মেলনে বলেন, কোভিড ১৯ নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় আজকের এই অনুমোদন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরো বলেন, বছরজুড়ে ভ্যাকসিনের সহজপ্রাপ্যতা বাড়ানো হবে।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার বলেছেন, ডিসেম্বরে ২ লাখ ৪৯ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। কানাডার ১৪টি স্থানে আগামী সপ্তাহে ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছাবে এবং এক কিংবা দুদিন পর থেকে টিকা দেয়ার কাজ শুরু হবে।
স্বাস্থ্যকর্মী ও বয়স্কব্যক্তিসহ ঝুঁকিতে থাকা লোকজন টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ প্রায় সকল কানাডিয়ানই টিকা পাবে বলে ট্রুডো উল্লেখ করেন।