প্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে : ভূমিমন্ত্রী

383

ঢাকা, ১০ আগস্ট, ২০১৮ (বাসস) : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
তিনি আজ রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটোরিয়ামে ‘জাতীয় শোক দিবস ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এ সেমিনারের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, যারা তথ্য-প্রযুক্তির অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, একটি অশুভ মহল তথ্য-প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এদেশের শান্ত পরিবেশকে বিঘিœত করার অপপ্রয়াস চালাচ্ছে। এরা ষড়যন্ত্রকারী। জনগণকে ক্ষেপিয়ে তোলার এটা কোন কৌশল হতে পারে না, যারা এ ধরনের কাজ করছে জনগণ তাদের ছেড়ে দিবে না। এর প্রতিশোধ জনগণ নিবে।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।