বাসস দেশ-৪৯ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি

291

বাসস দেশ-৪৯
ভাস্কর্য-সিপিবি
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি
ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২০ (বাসস) : কুষ্টিয়ায় রাতের আধারে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে বলেন, দেশে সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী শক্তির আস্ফালন ও মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা ক্রমাগত বেড়েই চলছে। এই সাম্প্রদায়িক শক্তি দেশে উন্মাদনা সৃষ্টি করে চলছে।
তারা বলেন, সম্প্রদায়িক ও ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে প্রতিরোধ করতে হলে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সংগ্রামকে বেগবান করতে হবে এবং একইসাথে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার মানুষকেও ঐক্যবদ্ধ করে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই জোরদার ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাসস/সবি/এমএসএইচ/২৩১০/-এবিএইচ