সিলেটে ২ মানবপাচারকারী ও ১৪ রোহিঙ্গা আটক

346

সিলেট, ৬ ডিসেম্বর, ২০২০ (বাসস) : সিলেটে ২ মানব পাচারকারী ও ১৪ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।
রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়ছে।
র‌্যাব-৯ এর অধিনায়ক লে,কর্ণেল আবু মুসা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়।
মানব পাচারকারীরা হলেন, সেলিম আহমদ (৩০) ও সাদেক (২৫)। সকালে রোহিঙ্গারা টেকনাফ থেকে সড়কপথে সিলেটে আসেন। এসময় রোহিঙ্গাদের কাছ থেকে ( ইউ এন এইচ সি আর) ৬টি আইডি কার্ড উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২ মানব পাচারকারীদের সহযোগিতায় পাচারের উদ্দেশ্যে তাদেরকে সিলেটে আনা হয়। পরবর্তীতে ভূয়া কাগজপত্র তৈরি করে বিদেশ পাঠানোর ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন আটককৃতরা।
পাচারকারীরদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক রোহিঙ্গাদের এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করা হয়েছে।