নিকারাগুয়ায় খনি ধসে আটকা পড়েছে ১০ জন

283

মানাগুয়া, ৫ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): নিকারাগুয়ায় শুক্রবার একটি অবৈধ স্বর্ণ খনি ধসে কমপক্ষে ১০ শ্রমিক আটকা পড়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় লা ইস্পারাঞ্জা এলাকায় এ দুর্ঘটনার পর খনি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা শুরু করেছে কর্মীরা।
এ সময় সেখানে কতজন খনি শ্রমিক কাজ করছিল সে ব্যাপারে কিছু বলতে পারেননি সরকারের মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো।
সরকারি নিউজ সাইট আল ১৯ ডিজিটাল জানায়, তিনি বলেন, ‘আমরা কোন খারাপ খবরের আশঙ্কা করছি না।’
এদিকে, প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে লা প্রেসা পত্রিকার খবরে বলা হয়, এ দুর্ঘটনায় ওই স্বর্ণ খনিতে ১৫ জন আটকা পড়েছে।