জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তির আবেদন ১২ এপ্রিল শুরু হচ্ছে

368

ঢাকা,৯ এপ্রিল,২০১৮ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রম আগামী ১২ এপ্রিল বিকাল শুরু হচ্ছে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে,এল এল বি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের অনলাইনে প্রাথমিক আবেদন আগামী ১২ এপ্রিল বিকাল ৪ টা থেকে শুরু হবে। আগামী ৬ মে রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd)-এ থেকে জানা যাবে।
এ ভর্তি কার্যক্রমের পর ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।