বাসস দেশ-২৯ : ট্রাফিক সপ্তাহের পঞ্চম দিনে রাজধানীতে ৪ হাজার ৪৮৪ মামলা

315

বাসস দেশ-২৯
ট্রাফিক সপ্তাহ-মামলা
ট্রাফিক সপ্তাহের পঞ্চম দিনে রাজধানীতে ৪ হাজার ৪৮৪ মামলা
ঢাকা, ৯ আগস্ট ২০১৮ (বাসস) : ট্রাফিক সপ্তাহের পঞ্চম দিনে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ৪৮৪টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। এই অভিযানে আটক করা হয়েছে ৭৭টি মোটর সাইকেল।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ জানিয়েছে, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪৬৯ টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১০০টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ৩২টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার দায়ে ১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ১১৬টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২০৯টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৪৫৮টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২ভিডিও এবং ১৩টি সরাসরি মামলা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।
ডিএমপি পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়েছে এবং এই অভিযান আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে।
বাসস/সবি/এমএমবি/২০১৬/এবিএইচ