বাসস দেশ-২৪ : দূতাবাসের সহায়তায় সুদান প্রবাসী বাংলাদেশীর মৃতদেহ দেশে পাঠানোর উদ্যোগ

334

বাসস দেশ-২৪
মৃতদেহ-দূতাবাস
দূতাবাসের সহায়তায় সুদান প্রবাসী বাংলাদেশীর মৃতদেহ দেশে পাঠানোর উদ্যোগ
ঢাকা, ৯ আগস্ট, ২০১৮ (বাসস) : সুদান প্রবাসী বাংলাদেশীর মৃতদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সুদানের অনাবাসিক রাষ্ট্রদূত গোলাম মসীহর উদ্যোগে বিভিন্ন সমস্যার সমাধান করে সুদান অভিবাসীর মৃতদেহ দেশে পাঠানো হচ্ছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বছর বয়সে গত ২৯ জুলাই মানিকগঞ্জের ঘিওর থানার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সুদানে মারা গেলে তার মৃতদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। তিনি প্রায় ১৫ বছর সুদানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছিলেন। অর্থাভাবে ও বৈধ কাগজপত্র না থাকায় তার মৃতদেহ দেশে পাঠানো দুষ্কর হয়ে পড়ে। বিভিন্ন জটিলতার কারণে সুদানে তার দাফনের আয়োজন করা হয়েছিল।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সুদানের বাংলাদেশ কমিউনিটি রাষ্ট্রদূত গোলাম মসীহকে অবহিত করলে তিনি তাৎক্ষনিকভাবে দূতাবাসের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়ে মোহাম্মদ সিদ্দিকুর রহমানের মৃতদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেন।
বাসস/সবি/এমএসএইচ/১৯৩১/এবিএইচ