পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জামালির ইন্তেকাল

605

ইসলামাবাদ, ৩ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান জামালি ইন্তেকাল করেছেন। পারভেজ মোশাররফের সামরিক শাসনকালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জামালির পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে রাওয়ালপিন্ডিতে বুধবার ৭৬ বছর বয়সে তিন মারা যান।
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পারভেজ মোশাররফ ক্ষমতায় আসার পরে ২০০২ সালে পার্লামেন্ট নির্বাচনের সুযোগ দেয়ার ফলে জামালি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
পার্লামেন্টারি নির্বাচনে সামরিক বাহিনী সমর্থিত দলগুলো হেরে যাওয়ার ফলে ২০০৮ সালে পারভেজ মোশাররফ পদত্যাগ করেন এবং দেশে গণতন্ত্র ফিরে আসে।
পারভেজ মোশাররফের সঙ্গে মতবিরোধের কারণে জামালী ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এ সময় শওকত আজিজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়, তিনি ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার জামালীকে তাঁর পৈতৃক শহর রোজন জামালীতে দাফন করা হয়েছে।
জামালির মৃত্যুতে প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করে টুইটারে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।