লোককবি বিজয় সরকারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

571

নড়াইল, ৩ ডিসেম্বর, ২০২০ (বাসস): একুশে পদকপ্রাপ্ত প্রয়াত লোককবি বিজয় সরকারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৪ ডিসেম্বর ।এ উপলক্ষে নড়াইলে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। করোনা প্রাদুর্ভাবের কারণে এবছর অন্যান্য কর্মসূচি পালিত হচ্ছে না বলে বিজয় সরকার ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
অসা¤প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণকবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মার নাম হিমালয়া দেবী। কবি গানে বিশেষ অবদানের জন্য তিনি চারণকবি ও সরকার উপাধিতে ভূষিত হন।১৯৮৫ সালের ৪ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ার তার মৃত্যুর হয়। সেখানেই তাকে সমাহিত করা হয়। শিল্পকলায় অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০১৩ সালে একুশে পদক (মরণোত্তর) পান উপমহাদেশের প্রখ্যাত এ চারণ কবি।