বাসস ক্রীড়া-১০ : কোচ গারেসার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো পেরু

186

বাসস ক্রীড়া-১০
ফুটবল-পেরু-গারেসা
কোচ গারেসার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো পেরু
পেরু, ৯ আগস্ট ২০১৮ (বাসস) : খেলোয়াড়দের আস্থার প্রতিদান হিসেবে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রিকোর্ডো গারেসার চুক্তির মেয়াদ আরো তিন বছর বাড়ালো পেরু ফুটবল ফেডারেশেন।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে পেরুর প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন ৬০ বছর বয়সি গারেসা। দায়িত্ব নিয়ে দলটিকে ৩৬ বছরের ইতিহাসে প্রথম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছে দিয়েছেন। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও তার শিষ্যরা সেখানে দারুণ দক্ষতা প্রদর্শন করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
নতুন চুক্তি অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপে পেরুকে পৌঁছে দেয়ার সুযোগ পাচ্ছেন গারেসা। সফল হলে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ পাবেন এই আর্জেন্টাইন কোচ।
চুক্তি সম্পাদনের পর গারেসা সাংবাদিকদের বলেন, ‘পেরুভিয়ান ফুটবল ফেডারেশন আবারো আমার ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানাচ্ছি। তাদের সঙ্গে আরো তিন বছর যুক্ত থাকার সুযোগ পেয়ে আমি খুশি। যে চুক্তিতে দলের উন্নতিতে মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮৩০/-স্বব