করোনা আতঙ্কে কারাগারে দাঙ্গার পর শ্রীলঙ্কায় কয়েক’শ বন্দির মুক্তি

754

কলম্বো, ১ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : করোনভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে কারাগারে দাঙ্গায় ৯ বন্দী নিহত ও ১১৩ জন আহত হওয়ার পর শ্রীলঙ্কা কয়েকশ বন্দীকে মুক্তি দিয়েছে এবং আরো কয়েক হাজার বন্দীকে মুক্তি দেবে বলে জানিয়েছে। খবর এএফপি’র।
কারাগারে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কলম্বোর উপকন্ঠে মহারা কারাগারে রোববার রাতে বন্দীরা মুক্তির দাবিতে তান্ডব চালালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রহরীরা গুলি চালায়।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা মঙ্গলবার সারাদেশে ৬৩৭ জন কয়েদীকে সাধারণ ক্ষমা করেছেন। বিচারমন্ত্রী আলি সাবরি বলেছেন, সরকার কারাগারে চাপ কমাতে কয়েক হাজার বন্দীকে জামিনে মুক্তি ত্বরান্বিত করার কাজ করছে।
রাজাপাকসা ইতোমধ্যে জেল সংস্কার মন্ত্রী সুদর্শনী ফার্নান্দোপুলকে বরখাস্ত করে তাকে মহামারী মোকাবেলা সম্পর্কিত একটি নতুন মন্ত্রণালয়ে স্থানান্তর করেছেন।
শ্রীলঙ্কার কারাগারগুলোতে ৩০ হাজারের বেশি কয়েদি রয়েছে যা ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ। সরকারি পরিসংখ্যান অনুসারে, কারাগারে ১২০০ জনের করোনা পরীক্ষায় পজেটিভ ধরা পরেছে ও দু’জনের মৃত্যু হয়েছে।
শ্রীলঙ্কায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা গত মাসে ছয়গুণ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে এবং সংক্রমণ দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার।