বাজিস-১৮ : নড়াইলে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

1965

বাজিস-১৮
নড়াইল- শিক্ষা বৃত্তি
নড়াইলে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নড়াইল, ১ ডিসেম্বর, ২০২০ (বাসস): জেলায় আজ দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সততা সংঘের ছয়জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার নড়াইল জেলা শিক্ষা অফিসারের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৬জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ছয়হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা প্রদান করা হয়।
জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর কার্যালয়ের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল উপস্থিত থেকে এ বৃত্তি প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।
গংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত সততা সংঘের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এ বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯২৬/এমকে