বাসস দেশ-১১ : দেশের ৬০ জন এসিল্যান্ডদের মাঝে গাড়ি বিতরণ করেছেন ভূমিমন্ত্রী

179

বাসস দেশ-১১
ভূমিমন্ত্রী-চাবি-হস্তান্তর
দেশের ৬০ জন এসিল্যান্ডদের মাঝে গাড়ি বিতরণ করেছেন ভূমিমন্ত্রী
ঢাকা, ৯ আগস্ট, ২০১৮ (বাসস) : দেশের বিভিন্ন স্থানের ৬০ জন এসিল্যান্ডদের মাঝে ডাবল কেবিন পিকআপ গাড়ি বিতরণ করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার সচিবালয়ের ৪ নং ভবনের সামনে এসিল্যান্ডদের মাঝে এই ডাবল কেবিন পিকআপ গাড়ি বিতরণ করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী ১০ জন এসিল্যান্ডকে গাড়ির চাবি বুঝিয়ে দেন। বাকি ৫০টি গাড়ির চাবি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হতে দেওয়া হবে। আজকের দেওয়া ৬০টি গাড়িসহ এ পর্যন্ত ১৫৬টি গাড়ি দেওয়া হয়েছে। বাকি ১৯২টি গাড়ি খুব দ্রুত দেওয়া হবে।
চাবি বিতরণ অনুষ্ঠানে শামসুর রহমান শরীফ বলেন, জনস্বার্থে রাষ্ট্রীয় কাজকে গতিশীল ও আধুনিকায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীরবে নিভৃতে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন। জনস্বার্থে ভূমিহীনদের গুচ্ছগ্রাম প্রদান, ভূমির সার্বিক কাজে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এসিল্যান্ডদের দুর্গম এলাকায় যেতে হয়।
ভূমিমন্ত্রী বলেন, আগে ভূমি সার্কেল অফিসের টিওএন্ডই-তে অন্তর্ভুক্ত মোটর বাইক ছাড়া কোনো গাড়ি ছিল না। শেখ হাসিনা এসিল্যান্ডদের কাজের গুরুত্ব উপলব্ধি করে সারাদেশের এসিল্যান্ডদের কাজের জন্য ডাবল কেবিন পিকআপ গাড়ির ব্যবস্থা করেছেন।
বাসস/সবি/বিকেডি/১৭১০/-জেজেড