বাসস দেশ-৮ : পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

171

বাসস দেশ-৮
চামড়া-দাম-নির্ধারণ
পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার
ঢাকা, ৯ আগস্ট ২০১৮ (বাসস) : পবিত্র ঈদুল আজহার সময় পশুর চামড়া সংগ্রহের জন্য দাম নির্ধারণ করেছে সরকার।
এবার লবণযুক্ত প্রতিবর্গফুট গরুর চামড়া দাম (ঢাকায়) ৪৫ থেকে ৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা, খাসি ১৮ থেকে ২০ টাকা, বকরি ১৩ থেকে ১৫ টাকা।
আজ বৃহষ্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর চামড়ার দর সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
তোফায়েল আহমেদ বলেন, ‘লবণযুক্ত অথবা লবণ ছাড়া, যাই হোক না কেন, প্রতিবর্গফুট গরুর চামড়া দাম (ঢাকায়) ৪৫ থেকে ৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা, খাসি ১৮ থেকে ২০ টাকা, বকরি ১৩ থেকে ১৫ টাকা।’
তিনি বলেন, চামড়া যাতে পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য সচিব সুভাশিষ বসু, চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/বিকেডি/১৬২৭/-জেজেড