ঝালকাঠিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

520

ঝালকাঠি, ২৯ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলায় আজ ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১টায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলা উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান।
অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়।