জাপানের পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প : আহত ৪

367

টোকিও, ৯ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : জাপানের পশ্চিমাঞ্চলীয় শিমানে সোমবার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চার জন আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.১। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা( জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ৩৫.২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৩২.৬ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে।
খবর সিনহুয়া’র।
স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে এক কিশোর রয়েছে। তার বাড়ি ওডা নগরীতে। ছেলেটি ভূমিকম্পের ঝাঁকুনিতে তার বিছানা থেকে পড়ে যায়।
প্রাকৃতিক দুর্যোগটির কারণে নগরীর কয়েকটি অংশে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সহায়তার জন্য স্থানীয় সরকার সেল্ফ ডিফেন্স ফোর্সের সাহায্য চেয়েছে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পের কারণে বিভিন্ন ভবন ও রাস্তায় ফাঁটল ধরেছে। তবে ওই অঞ্চলের সবগুলো পরমাণু বিদ্যুত কেন্দ্র স্বাভাবিকভাবেই কাজ করছে।
কোন ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।