শাদে জাতিগত সহিংসতায় ২২ জন নিহত

345

এনদিজামেনা, ২৮ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : শাদের দক্ষিণাঞ্চলে সর্বশেষ জাতিগত সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয়েছে।
শুক্রবার দেশটির যোগাযোগ মন্ত্রী এ কথা জানান।
সোমবার ও মঙ্গলবার কাব্বিয়া জেলায় স্থানীয় আদিবাসী কৃষকের সাথে যাযাবর পশুপালকদের ভয়াবহ এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ওই এলাকা থেকে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন করে প্রাণ হারায়। আহত হয়েছে আরো ৩৪ জন। এছাড়া উভয়পক্ষের কয়েকটি গ্রামের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়।
সহিংসতা বন্ধে স্থানীয় প্রচেষ্টা সত্ত্বেও সর্বশেষ এ সংঘর্ষ হলো।
বছরের পর বছর ধরে স্থানীয় আদিবাসী কৃষক ও যাযাবর আরব পশুপালকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। মাঝে মাঝে তা মারাত্মক রূপ নেয়।
কখনও কখনও সুদান সীমান্ত পাড়ি দিয়ে এসব আরব পশুপালক শাদে প্রবেশ করে। কৃষকদের ক্ষেতে তাদের পশু ঢুকে ফসল নষ্ট করে। আর তা নিয়েই মূলত বিবাদের সূত্রপাত ঘটে।