আলী যাকেরের মৃত্যুতে অধ্যাপক আরেফিনের শোক

347

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আজ একুশে পদক বিজয়ী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রখ্যাত অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হবে না।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আরেফিন বলেন, আলী যাকের স্বাধীন বাংলাদেশে নাটককে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিভিন্ন ভাবে জড়িত ছিলেন বিখ্যাত এই নাট্য ব্যক্তিত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে যাকেরের অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘শব্দসৈনিক’ আলী যাকের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।তার বয়স হয়েছিল ৭৬ বছর।