বাসস ক্রীড়া-২ : অবশেষে জয়ের দেখা পেল শ্রীলংকা

165

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-
অবশেষে জয়ের দেখা পেল শ্রীলংকা
ক্যান্ডি, ৯ আগস্ট, ২০১৮ (বাসস) : সিরিজ হাতছাড়া হবার পর অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে জয়ের দেখা পেল স্বাগতিক শ্রীলংকা। গতরাতে ক্যান্ডিতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে বৃষ্টি আইনে শ্রীংলকা ৩ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে সিরিজের ব্যবধান ৩-১ করলো লংকানরা। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা।
কয়েকবার বৃষ্টির কারনে ৩৯ ওভারে নির্ধারিত হওয়া ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক কুইন্ট ডি কক। ব্যাটিং-এ নেমে ৬১ রানের সূচনা করেন শ্রীলংকার দুই ওপেনার নিরোশান ডিকবেলা ও উপুল থারাঙ্গা। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ডিকবেলা ৩৪ ও থারাঙ্গা ৩৬ রান করেন।
এরপর মিডল-অর্ডারে কুশল পেরেরা ছাড়া কুশল মেন্ডিস-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ-ধনাঞ্জয়া ডি সিলভা ছোট ছোট ইনিংস খেলে ফিরলে ১৯৫ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলংকা।
তবে সপ্তম উইকেটে বিধ্বংসী রুপ ধারন করেন থিসারা পেরেরা ও দাসুন শানাকা। মাত্র ৬৮ বল মোকাবেলা করে ১০৯ রানের জুটি গড়েন তারা। ফলে ৩৯ ওভারে ৭ উইকেটে ৩০৬ রানের সংগ্রহ পায় শ্রীলংকা।
থিসারা পেরেরা ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৫১ রান করেন। আট নম্বরে নামা শানাকা ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৪ বলে ৬৫ রান করেন। ১০ ম্যাচের ক্যারিয়ারে এটিই ছিলো শানাকার সর্বোচ্চ ব্যক্তিগত রান। এছাড়া কুশল পেরেরা ৫১ রান করেন। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও জেপি ডুমিনি ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ৩৯ ওভারে ৩০৭ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। ২ ওভার ব্যাট করার পর বৃষ্টির কারনে প্রোটিয়াদের সামনে নতুন টার্গেট আসে ২১ ওভারে ১৯১ রান। এই রান তাড়া করার জন্য বড় ইনিংসের প্রয়োজন ছিলো। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোন ব্যাটসম্যানই। তারপরও ছোট-ছোট ইনিংসে জয়ের সম্ভাবনা জাগিয়েও তীরে এসে তরি ডুবে দক্ষিণ আফ্রিকার।
শেষ পর্যন্ত ২১ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে হাশিম আমলা ২৩ বলে ৪০, জেপি ডুমিনি ২৩ বলে ৩৮ ও ডি কক ১৩ বলে ২৩ রান করেন। শ্রীলংকার সুরাঙ্গা লাকমল ৪৬ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলংকার শানাকা। ম্যাচ শেষে শানাকা বলেন, ‘শুরুতে আমি বেশ নাভার্স ছিলাম। তবে আমি আমার স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। নিজের পারফরমেন্সে আমি সত্যিই অনেক খুশী।’
ম্যাচ জিতে শ্রীলংকার অধিনায়ক ম্যাথুজ স্বস্তির নিঃশ্বাস ফেলেন, ‘সত্যি এমন জয় অসাধারন। কারন টানা তিন ম্যাচ হেরে আমরা জিততে পেরেছি। দুই অলরাউন্ডার দুর্দান্ত ব্যাটিং করেছে। এমনকি বোলাররা সঠিকভাবে তাদের দায়ি¦ পালন করেছে।’
ম্যাচ হেরে হতাশা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি কক, ‘ম্যাচ হার সবসময়ই হতাশার। শ্রীলংকানরা ভালো খেলেই জয় পেয়েছে।’
আগামী ১২ আগস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা : ৩০৬/৭, ৩৯ ওভার (শানাকা ৬৫, থিসারা পেরেরা ৫১*, ডুমিনি ২/৩৫)।
দক্ষিণ আফ্রিকা : ১৮৭/৯, ২১ ওভার (আমলা ৪০, ডুমিনি ৩৮, লাকমল ৩/৪৬)।
ফল : শ্রীলংকা বৃষ্টি আইনে ৩ রানে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ সেরা : দাসুন শানাকা র্(শ্রীলংকা)।
বাসস/এএমটি/১২১৫/স্বব