বাসস বিদেশ-৭ : টাইগ্রে নেতৃবৃন্দের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালানোর নির্দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর

110

বাসস বিদেশ-৭
ইথিওপিয়া-অস্থিরতা
টাইগ্রে নেতৃবৃন্দের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালানোর নির্দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর
আদ্দিস আবাবা, ২৬ নভেম্বর, ২০২০(বাসস ডেস্ক): ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টাইগ্রে নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের আঞ্চলিক রাজধানী মেকেলেতে চূড়ান্ত অভিযান চালাতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। খবর এএফপি’র।
তিনি বলেছেন, আত্মসমর্পণের সুযোগ শেষ হয়ে গেছে।
টুইটারে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে এখন তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের অভিযান চালানোর নির্দেশ দেয়া হলো।
অভিযানকালে নিরীহ বেসামরিক লোকজনকে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।
বাসস/জুনা/৩-৫০/-শআ