বাসস বিদেশ-৫ : যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২ হাজার ৪শ’ ছাড়িয়েছে

108

বাসস বিদেশ-৫
ভাইরাস-যুক্তরাষ্ট্র-মৃত্যু
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২ হাজার ৪শ’ ছাড়িয়েছে
ওয়াশিংটন, ২৬ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে ২ হাজার ৪শ’ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রাত্যহিক হিসাবে বুধবারের এ সংখ্যা বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। আর এ সংখ্যা এমন এক সময় বাড়লো যখন থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটি শুরু হয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০০৩০টা) গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২ হাজার ৪৩৯ জন কোভিড-১৯ রোগে মারা গেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৬২ হাজার ৮০ জনে দাঁড়ালো।
এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বাসস/এমএজেড/১১৫৫/-আসাচৌ