বাসস দেশ-৩৩ : দেশের বিভিন্ন স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

343

বাসস দেশ-৩৩
স্মার্ট-কার্ড-বিতরণ
দেশের বিভিন্ন স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঢাকা, ৮ আগস্ট, ২০১৮ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা’র সংবাদদাতাদের পাঠানো এ সংক্রান্ত খবরগুলো হলো-
ভোলা : সদর উপজেলায় ২ লাখ ৯২ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার মোকতার হোসেন আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদারের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভিন আক্তার, চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম সফিসহ অন্যান্যরা। পর্যায়ক্রমে চলতি বছরের ৯ আগস্ট থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৯৮দিনে উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড তুলে দেয়া হবে।
ঝিনাইদহ : জেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, নির্বাচন অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয় স্মার্ট জাতীয় পরিচয় পত্র। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৪ মাস। পর্যায়ক্রমে সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ লাখ ৪২ হাজার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
মাগুরা : জেলা প্রশাসক আতিকুর রহমান বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুলুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী, নারী নেত্রী মমতাজ বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খানসহ বিভিন্ন স্তরের ১৬ জন প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়।
নওগাঁ : ৩ লাখ ১১ হাজার ৬শ ২৫টি কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে নওগাঁ সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে দেশের ২৭ জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের যে কার্যক্রম শুরু হয়েছে তারই অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলায় কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম নওগাঁ’র কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিকসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর : শেরপুরে সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৮ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মু’তাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান ও শামীম আরা শামীমা, চেম্বার সভাপতি মো. মাছুদ, প্রবীণ সমাজসেবক আব্দুল ওয়াদুদ অদু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মু’তাসিম জানান, শেরপুর শহরে ৩টি কেন্দ্রের মাধ্যমে ৯ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের জনসাধারণের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
ময়মনসিংহ : দেশের ২৭ জেলায় জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ময়মনসিংহ জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ জেলার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্সহ প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবগ উপস্থিত ছিলেন। এসময় দশজন বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্ট কার্ড তুলে দেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
ময়মনসিংহ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা শারমিন জাহান বাসসকে জানান, বৃহস্পতিবার পৌরসভায় ৯ আগস্ট পৌরসভার ১নং ওয়ার্ড খাগডহর হাজী উসমান আলী হাইস্কুল থেকে আনুষ্ঠানিকভাবে ২১টি ওয়ার্ডে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। নিজ নিজ এলাকায় থেকে স্মার্ট কার্ড উত্তোলন করার জন্য শহরের মাইকিং করা হয়।
মাদারীপুর : জেলায় ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মাদারীপুরের ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ২ লক্ষ ৫৩ হাজার ৪৫৩ জন ভোটারের মাঝে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট কার্ড পেয়ে খুশি ভোটাররা।
ফেনী : দেশের ২৭টি জেলাতে জাতীয় পরিচয় পত্র বিতরণের অংশ হিসেবে আজ ফেনী জেলাতেও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা পুলিশ সুপার, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা নির্বাচন অফিসার এতে বক্তব্য রাখেন।
জেলার ৬টি উপজেলার মধ্যে আজ ফেনী সদর উপজেলার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
বাসস/সংবাদদাতা/২০১০/মরপা