লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৩১জনকে জরিমানা

235

লক্ষ্মীপুর, ২৫ নভেম্বর, ২০২০ (বাসস) : সরকারি নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর ১টায় জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এসময় তিনি দন্ডপ্রাপ্তদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন।
আজ মাস্ক না পরায় দন্ডপ্রাপ্ত ৩১ জনকে ১০০টাকা হারে ৩১০০টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও করোনা ভাইরাসের শীতকালীন পরিস্থিতি মোকাবেলায় সর্বস্তরের জনগণকে সচেতন করে প্রচার-প্রচারণা চালানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, করোনাভাইরাস থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। করোনা ভাইরাসের শীতকালীন পরিস্থিতি অবশ্যই উদ্বেগের। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।