ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের উপর মহিলা সমাবেশ

337

ভোলা, ২৫ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলার তজুমদ্দিন উপজেলায় আজ প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের উপর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দাশের হাট বাজার এলাকায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল। ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: ফকরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা, জেলা তথ্য অফিসার মো: আহসান কবির, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক মো: মহমুুদুল হাসান, সহকারী তথ্য অফিসার মেহেদী হাসান প্রমূখ।
এখানে বক্তারা বলেন, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে কোন মানুষ গৃহহীণ থাকবেনা। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৪৫ ধরনের সেবা দেয়া হয়ে থাকে। ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন ভাতা, বিধাব ভাতাসহ বিভিন্ন ভাতায় গ্রামীণ নারীরা উপকৃত হচ্ছে। সরকার সাধারণ মানুষের জটিল ৫টি রোগের জন্য জনপ্রতি ৫০ হাজার করে টাকা দিয়ে থাকে। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বাংলাদেশকে একটি কল্যাণমূখী রাষ্ট্রে পরিণত করছে বলেও মত দেন তারা। এছাড়া করোনাকালীন এ সময়ে প্রত্যেককে মাস্ক পরিধান ও বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য বলেন বক্তারা।