বাসস দেশ-৪০ : মুনীরুজ্জামানের মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

168

বাসস দেশ-৪০
শোক-মুনীরুজ্জামান-নির্মূল কমিটি
মুনীরুজ্জামানের মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শোক
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২০ (বাসস) : দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বরেণ্য সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’।
আজ সংগঠনের পক্ষ থেকে এক শোক বিবৃতিতে এই শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
শোক প্রকাশ করে যারা বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, কথাশিল্পী হাসান আজিজুল হক, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, আরমা দত্ত এমপি, অধ্যাপক মেজবাহ কামাল, ডা. শেখ বাহারুল আলম, ড. মেঘনা গুহঠাকুরতা, ডা. ইকবাল কবীর প্রমুখ।
শোক বিবৃতিতে তারা শোক সন্তপ্ত সদস্য এবং সহযোগী ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তারা বলেন, মুনীরুজ্জামান ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন। তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে খন্দকার মুনীরুজ্জামানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সব সময়।
বাসস/সবি/এমএআর/২১১১/আরজি