বাসস দেশ-২৯ : ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের অধ্যাপকের সাক্ষাৎ

329

বাসস দেশ-২৯
ঢাবি উপাচার্য-সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের অধ্যাপকের সাক্ষাৎ
ঢাকা, ৮ আগস্ট ২০১৮ (বাসস) : যুক্তরাজ্যের ইউসিএল (ইউনিভার্সিটি কলেজ লন্ডন) ইনস্টিটিউট ফর রিস্ক এন্ড ডিজাস্টার রিডাকশন-এর পরিচালক অধ্যাপক ড. পিটার সেমন্ডস্ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর মধ্যে দুর্যোগ ঝুঁকি প্রশমন, রোহিঙ্গা সংকট এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। শিগ্গিরই এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছেন।
এরআগে, অধ্যাপক ড. পিটার সেমন্ডস্ ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ আয়োজিত এক কর্মশালায় বক্তৃতা দেন।
বাসস/সবি/এমএমবি/১৯২৫/এবিএইচ