বাসস বিদেশ-৫ : স্পেনের রাজা ফিলিপ কোয়ারেন্টাইনে

102

বাসস বিদেশ-৫
স্পেন রাজা করোনা
স্পেনের রাজা ফিলিপ কোয়ারেন্টাইনে
মাদ্রিদ, ২৪ নভেম্বর, ২০২০(বাসস ডেস্ক): স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন যার পরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল তিনি এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন যার আজ কোভিড ১৯ শনাক্ত হয়েছে।
আগামী ১০ দিনের জন্যে ৫২ বছর বয়সী রাজা সকল সরকারি কাজকর্ম থেকে নিজেকে দুরে রাখবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, এখন থেকে তিনি স্বাস্থ্যবিধি মেনে প্রতিরোধমূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন।
রাণী লেতিজিয়া এবং এই দম্পতির দুকন্যা লিওনর ও সোফিয়া সম্ভবত তাদের স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাবেন।
বিশে^ সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে স্পেনও রয়েছে। দেশটিতে ১৫ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত এবং ৪৩ হাজারেরও বেশি লোক এ পর্যন্ত মারা গেছে।
বাসস/জুনা/১৩৪০/অমি