সিরিয়ায় রাসায়নিক হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ট্রাম্প ও ম্যাঁক্রোর

345

ওয়াশিংটন, ৯ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ায় সন্দেহজনক রাসায়নিক হামলার বিরুদ্ধে ‘কঠোর যৌথ ব্যবস্থা গ্রহণের’ শনিবার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দৌমায় ওই হামলায় বেশ কয়েকজন নিহত হয়। হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ট্রাম্প ও ম্যাঁক্রোর মধ্যে টেলিফোনে আলাপের পর এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় নেতা সিরিয়ায় এই ভয়াবহ রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা আসাদ সরকারের অব্যাহত মানবাধিকার লংঘনের জন্য তার সরকারকে জবাবদিহিতার আওতায় আনার ব্যাপারে সম্মত হয়েছেন।’
‘তারা এ ধরণের হামলার ব্যাপারে তথ্য আদান-প্রদানের বিষয়েও সম্মত হন।’