বাসস বিদেশ-৩ : মার্কিন ফেডারেল রিজার্ভের সভাপতি জানেট ইলেনকে ট্রেজারি পদে মনোনয়ন দেবেন বাইডেন

125

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-রাজনীতি-অর্থনীতি
মার্কিন ফেডারেল রিজার্ভের সভাপতি জানেট ইলেনকে ট্রেজারি পদে মনোনয়ন দেবেন বাইডেন
ওয়াশিংটন, ২৪ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইউএস ট্রেজারির প্রধানের পদে মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান জানেট ইলেনকে মনোনয়ন দেবেন। আসন্ন প্রশাসনের অর্থবিষয়ক সূত্র সোমবার একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সিনেটে তার মনোনয়ন নিশ্চিত করা হলে ৭৪ বছর বয়সী ইলেন মার্কিন রাজস্ব বিভাগের প্রথম নারী প্রধান হিসেবে ইতিহাস গড়বেন এবং তিনি বিশ্বের বৃহত্তম অর্থনীতি পরিচালনা কাজের দায়িত্ব নেবেন। আর এ দায়িত্ব তিনি এমন এক সময় পেতে যাচ্ছেন যখন কোভিড-১৯ মহামারির কারণে দেশটির লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধি মুখ থুবড়ে পড়েছে।
বাসস/এমএজেড/১২০০/-আসাচৌ