বাসস দেশ-২৭ : জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : চিফ হুইপ

326

বাসস দেশ-২৭
চিফ হুইপ – বঙ্গমাতা
জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : চিফ হুইপ
ঢাকা, ৮ আগস্ট, ২০১৮ (বাসস) : চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, স্বাধীনতা বিরোধী অশুভ শক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে প্রতিটি রাজনৈতিক আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিব তার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সার্বক্ষণিক প্রেরণা, সহযোগিতা ও সহমর্মিতা পেয়েছিলেন বলেই তার পক্ষে স্বাধীনতা সংগ্রামের মত এতবড় অসাধ্য সাধন করা সম্ভব হয়েছিল।
তিনি রাজপথে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গত কয়েকদিনের ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, এটা কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিলনা বরং এই আন্দোলন ছিল একটি ভুল সিস্টেমের বিরুদ্ধে। তারা দেখিয়েছে এমপি, মন্ত্রী, সরকারি আমলা ও সাধারণ জনগণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই আন্দোলনকে যারা গুজব রটিয়ে ভিন্নখাতে পরিচালিত করতে চেয়েছিল তাদের ব্যাপারে তিনি সকলকে সজাগদৃষ্টি রাখার আহবান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯২০/শহক