বাসস দেশ-২৬ : দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বাড়তে পারে

288

বাসস দেশ-২৬
আবহাওয়া-পূর্বাভাস
দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বাড়তে পারে
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২০ (বাসস): দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া অন্যস্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২ দিন (৪৮ ঘন্টা) আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে, সপ্তাহের শেষে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুষ্পষ্ট লঘুচাপ এবং পরে নি¤œচাপে পরিণত হয়ে আজ দুপুর ১২ টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে পশ্চিমÑউত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে দিবাগত রাত ০১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।
ঢাকায় আগামীকাল সূর্যোদয় ৬ টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে।
বাসস/সবি/এসএস/২০৩৫/-শআ