যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে ব্লিনকেনের নাম ঘোষণা করতে যাচ্ছেন বাইডেন

364

ওয়াশিংটন, ২৩ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেনকে মনোনয়ন দেয়ার পরিকল্পনা করছেন। ডোনাল্ড ট্রাম্প চিরাচরিত মিত্রদের এড়িয়ে চলার পর এমন সিদ্ধান্ত জোটবদ্ধতায় ফিরে যাওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরে একথা বলা হয়েছে। খবর এএফপি’র।
৫৮ বছর বয়সী ব্লিনকেন হচ্ছেন বাইডেনের দীর্ঘকালীন একজন সহযোগী। বারাক ওবামার শাসনামলে ব্লিনকেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ব্লুমবার্গ ও নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়, তাকে মনোনয়ন দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাইডেন মঙ্গলবার এ সিদ্ধান্তের ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন সিনেট নিশ্চিত করলে ব্লিনকেন মাইক পম্পেও’র স্থলাভিষিক্ত হবেন।
দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে ব্লিনকেনের নিয়োগ ট্রাম্পের শাসনামলে এড়িয়ে চলা যুক্তরাষ্ট্রের চিরাচতি মিত্রদের সহযোগিতা পুনরায় নিশ্চিত করতে পারে।