চৌগাছায় ১ হাজার ৪৪৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

442

যশোর, ২২ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলার চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১হাজার ৪শ’৪৫ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।চলতি রবি ও খরিপ মওসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি শস্য ও বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন।উপজেলা নির্বাহী অফিসার এম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা এম রইচ উদ্দিন।
চৌগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১হাজার ৪শ’৪৫ কৃষক পাচ্ছেন কৃষি প্র্রণোদনা। ১ কেজি করে বোরো হাইব্রিড ধানবীজ, ১০কেজি ডিওপি, ১০কেজি এমওপি সার পেয়েছেন ৪৭০জন কৃষক। এছাড়া ১ কেজি করে সরিষা বীজ, ১০কেজি ডিওপি,১০কেজি এমওপি সার পেয়েছেন ৪৫০জন কৃষক। ২কেজি করে ভূট্টা বীজ, ২০কেজি ডিওপি,১০কেজি করে এমওপি সার পেয়েছেন ১৩০ জন কৃষক। ৫কেজি করে মুগডালের বীজ, ১০কেজি ডিওপি,৫কেজি করে এমওপি সার পেয়েছেন ১০ জন কৃষক। ১কেজি করে সূর্যমূখী বীজ, ১০কেজি ডিওপি, ১০কেজি করে এমওপি সার পেয়েছেন ৪০ জন কৃষক। ৮ কেজি করে খেসারির বীজ, ৫কেজি ডিওপি,৫কেজি করে এমওপি সার পেয়েছেন ৬০জন কৃষক। ২৫০ গ্রাম করে পেঁয়াজের বীজ, ৫কেজি ডিওপি,৫কেজি করে এমওপি সার পেয়েছেন ৩০জন কৃষক। ২০কেজি করে গমের বীজ, ১০কেজি ডিওপি, ৫কেজি করে এমওপি সার পেয়েছেন ৫৫জন কৃষক।৫০গ্রাম করে টমেটোর বীজ, ১০কেজি ডিওপি,৫কেজি করে এমওপি সার পেয়েছেন ১৫০জন কৃষক। ৩শ’ গ্রাম করে মরিচের বীজ, ১০ কেজি ডিওপি, ৫কেজি করে এমওপি সার পেয়েছেন ৫০জন কৃষক। প্রত্যেক কৃষক এক বিঘা করে জমি চাষের জন্য এ বীজ ও সার পাচ্ছেন বলে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।