জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প

420
US President Donald Trump looks on after delivering an update on "Operation Warp Speed" in the Rose Garden of the White House in Washington, DC on November 13, 2020. (Photo by MANDEL NGAN / AFP) (Photo by MANDEL NGAN/AFP via Getty Images)

ওয়াশিংটন, ২১ নভেম্বর, ২০২০(বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০’র ভার্চুয়াল সম্মেলনে যোগ দিচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তা এ খবর জানান।
সৌদি আরবের আয়োজনে শনিবার গ্রুপ-২০ এর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এ প্রথম কোন আরব দেশ জি-২০ সম্মেলনের আয়োজন করছে।
এদিকে যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের নির্বাচনের পর ট্রাম্প এখনও তার হার স্বীকার করেননি। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে তিনি জো বাইডেনের জয় মেনে নিচ্ছেন না।
এ প্রেক্ষাপটেই ট্রাম্প সম্মেলনে যোগ দিচ্ছেন।
করোনা মহামারির কারণে ভার্চুয়ালি সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে করোনা মহামারির প্রভাবসহ বিশ^ অর্থনীতি পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনও ক্রমবর্ধমান অসমতা নিয়ে আলোচনা হবে।