আর্মেনিয়ার হস্তান্তর করা এলাকায় প্রবেশ করেছে আজারবাইজানের সৈন্য

690
A man looks on as a house burns in the village of Charektar outside the town of Kalbajar on November 14, 2020, during the military conflict between Armenia and Azerbaijan over the breakaway region of Nagorno-Karabakh. - Villagers in Nagorno-Karabakh set their houses on fire before fleeing to Armenia ahead of a weekend deadline that will see parts of the territory handed over to Azerbaijan as part of a peace agreement. (Photo by Alexander NEMENOV / AFP) (Photo by ALEXANDER NEMENOV/AFP via Getty Images)

বাকু, ২০ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): আজারবাইজানের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা আগদাম এলাকায় প্রবেশ করেছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধাবসানে রাশিয়ার মধ্যস্থতায় করা একটি চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়ার হস্তান্তর করতে যাওয়া তিনটি এলাকার প্রথমটি হচ্ছে আগদাম। খবর এএফপি’র।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজারবাইজান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ২০ নভেম্বর আগদাম এলাকায় প্রবেশ করেছে। প্রায় ৩০ বছর ধরে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা এ এলাকা নিয়ন্ত্রণ করে আসছিল।