জর্জিয়ার ভোট পুন:গণনা সম্পন্ন, বাইডেনের বিজয় সঠিক ঘোষণা : স্থানীয় কর্মকর্তাবৃন্দ

409

ওয়াশিংটন, ২০ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া রাজ্যে প্রদত্ত সব ভোট হাতে গণনা করা শেষ হয়েছে এবং প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ রাজ্যে বাইডেনের বিজয় সঠিক বলে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সপারগারের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এ রাজ্যের ভোট ফের ‘হিসাব-নিকাশ করে নিশ্চিত হওয়া গেছে যে আসল মেশিন সঠিকভাবে গণনা করে এ নির্বাচনের বিজয়ী প্রার্থী কে তা জানায়।’
বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট জালিয়াতির দাবি সত্ত্বেও এ গণনার মধ্যদিয়ে এটা নিশ্চিত হলো যে বাইডেন হচ্ছেন প্রথম ডেমোক্রেটিক দলের প্রার্থী যিনি প্রায় তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যে জয় পেলেন।