ভাইরাসের কারণে বন্ধ নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলো

556

নিউইয়র্ক, ১৯ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): নিউইয়র্ক সিটির মেয়র বুধবার বলেছেন, মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরতে এ নগরীর সরকারি স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ভাইরাসের কষাঘাত থেকে নগরীকে রক্ষায় ফের এমন পদক্ষেপ গ্রহণ করা হলো। খবর এএফপি’র।
বিল ডি ব্লাসিও বলেন, নিউইয়র্ক সিটিতে সাত দিনে গড়ে ৩ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সাবধানতার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে এ নগরীর স্কুলগুলো বন্ধ থাকবে।
টুইটারে দেয়া বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা অবশ্যই কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ আবার মোকাবেলা করতে পারবো।’
নিউইয়র্ক সিটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শিক্ষা নগরী। সেখানে ১১ লাখ শিক্ষার্থী রয়েছে।
আমেরিকায় ভাইরাস ছড়িয়ে পড়ার শুরুর দিকে নিউইয়র্ক নগরী এ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে পরিণত হওয়ায় ১৫ মার্চ এ সিটির ১ হাজার ৮০০ স্কুল প্রথম বন্ধ ঘোষণা করা হয়েছিল।