ঢাবি-এ অটোমেশন সফটওয়্যার উদ্বোধন

506

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সব ধরনের কার্যক্রম অনলাইনে পরিচালনার জন্য অটোমেশন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার ফলাফলও অনলাইনে প্রকাশ করা হবে। পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন এবং প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে এই সফটওয়্যারের মাধ্যমে। অন্যদিকে ফলাফল প্রকাশের ৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রভিশনাল সার্টিফিকেট, মার্ক সার্টিফিকেটও ট্রান্সক্রিপ্ট অনলাইনেই সংগ্রহ করতে পারবে।
এছাড়াও শিক্ষার্থীরা প্রয়োজনে সফটওয়্যারের সাপোর্ট অপশন ব্যবহার করে বিভিন্ন সমস্যা অনলাইনেই সমাধানের সুবিধা পাবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্দেশ্যে এই সফটওয়ার প্রস্তুত করা হয়েছে।