হার স্বীকারের কাছাকাছি ট্রাম্প সহযোগী ॥ মসৃণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার

608

ওয়াশিংটন, ১৭ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অধীন নতুন প্রশাসনের কাছে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।
একইসঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়ার বিষয়টি মেনে নেয়ার খুব কাছাকাছিও পৌঁছেছেন।
হোয়াইট হাউসে সকল জাতীয় নিরাপত্তা বিষয় সমন্বয়কারী রবার্ট ওব্রিয়েন সোমবার গ্লোবাল সিকিউরিটি ফোরামের এক ভার্চুয়াল সম্মেলনে বলেছেন, বিতর্কিত সময়কালেও যুক্তরাষ্ট্রে সফল ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে।
তিনি বলেন, যদি বাইডেন/হ্যারিস শিবির বিজয়ী বলেই দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবে সেদিকেই যায় তাহলে জাতীয় পরিষদ থেকে আমরা পেশাদারিত্বের সাথেই ক্ষমতা হস্তান্তর করবো। এতে কোন প্রশ্ন থাকবে না।
মার্কিন নির্বাচনের পর দু’সপ্তাহ পেরিয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়াকেও সহযোগিতা করছেন না।