বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজারের বেশি

586

জেনেভা, ১৭ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে কোভিড-১৯ রোগে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেল। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানায়। খবর তাস’র।
ডব্লিউএইচও’র পরিসংখ্যানে বলা হয়, ১৬ নভেম্বর মস্কো সময় ১৬:৫৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৬ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১৩ লাখ ১৬ হাজার ৯৯৪ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৯০৫ জন এবং মৃতের সংখ্যা ৭ হাজার ৮৫৮ জন।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে।