জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সাক্ষি হলেন রাষ্ট্রপতি

1184

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী দিনে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শন নিয়ে প্রাণবন্ত আলোচনার সাক্ষী হতে রাষ্ট্রপতি বক্সে বসেছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে গত ৮ নভেম্বর এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়।
এর আগে রাষ্ট্রপ্রধান গত ৯ নভেম্বর জাতীয় সংসদে তাঁর বিশেষ ভাষণ প্রদান করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ ভবনে পৌঁছালে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী তাঁকে স্বাগত জানান।
জাতীয় সংসদের সাবেক স্পিকার, রাষ্ট্রপতি তিন ঘণ্টারও বেশি সময় ধরে বসে বসে বাংলাদেশের সংবিধান প্রনয়ণকালে ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণ শোনেন।
পরে রাষ্ট্রপতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ প্যাভেলিয়ন পরিদর্শন করেন। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন বিরল ছবি ঘুরে ঘুরে দেখেন।
রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ সদস্য আতিউর রহমান আতিক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।