মার্কিন সেনাদের ঘরে ফিরিয়ে আনার ঘোষণা নতুন প্রতিরক্ষা মন্ত্রী মিলারের

367

ওয়াশিংটন, ১৫ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : নবনিযুক্ত পেন্টাগন প্রধান ক্রিস্টোফার মিলার আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার জোরদারের ইঙ্গিত দিয়ে শনিবার বলেছেন, “এখন ঘরে ফেরার সময়”।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুলারকে সোমবার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেন। মুলার মার্কিন সেনাবাহিনীকে দেয়া প্রথম বার্তায় বলেন, “সমস্ত যুদ্ধের অবসান ঘটাতে হবে।”
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ১৯ বছর পরেও আমেরিকা আলÑকায়েদাকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘এই গ্রুপটি পরাজিত হওয়ার পথে।’
শুক্রবারের তারিখে লেখা এবং শনিবার ভোরে প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা এই বার্তায় মিলার বলেন, “অনেকে যুদ্ধে ক্লান্ত, আমিও তাদের একজন।”
তিনি বলেন, “যুদ্ধ শেষ করার জন্য আপোষ ও অংশীদার প্রয়োজন। আমরা চ্যালেঞ্জ’র মুখোমুখি হয়েছি; আমরা আমাদের সব দিয়েছি, এখন ঘরে ফিরে আসার সময়।”
মার্ক এসপারকে বরখাস্ত করার পরে ট্রাম্প বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা এবং কাউন্টার টেরোরিজম বিশেষজ্ঞ মিলারকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণা দেন।
গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রাট জো বাইডেনের কাছে পরাজিত ডোনাল্ড ট্রাম্প চার বছর আগে ক্ষমতায় আসার পরেই আফগানিস্তান ও ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের কথা বলে আসছেন।
আগামী ২০ জানুয়ারি বাইডেন ক্ষমতা গ্রহনের আগে ৬৭ দিনে ট্রাম্প যে কোন পদক্ষেপ নিতে পারবেন।
মার্ক এসপার গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি অনুযায়ি আফগানিস্তান থেকে দুই তৃতীয়াংশ মার্কিন সৈন্য সরিয়ে এনেছেন। তবে কাবুল সরকারের সঙ্গে তালেবানদের আলোচনা চলাকালে সহিংসতা হ্রাসে প্রতিশ্রুতির আগে পর্যন্ত সেখানে ৪ হাজার ৫০০ সৈন্য মোতায়েন রাখা হয়েছে।