কপিল দেব, ধোনির পর লর্ডসে জিততে চান কোহলি

428

লন্ডন, ৭ আগস্ট, ২০১৮ (বাসস): কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলি। চলতি ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট সিরিজে এজবাস্টনে প্রথম ম্যাচে ৩১ রানে পরাজিত হওয়ার লর্ডসে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মোকাবেলা করবে ভারতীয় দল। পরিসংখ্যান অনুযায়ী লর্ডস মোটেই ভারতীয় দলের জন্য পয়মন্ত মাঠ নয়। এ মাঠে এ পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে জয় পেয়েছে মাত্র দু’টিতে। ১১টিতে হেরেছে, ৪টি করেছে ড্র। লর্ডসে ভারতকে নেতৃত্ব দেয়া ১৩ অধিনায়কের মধ্যে কেবলমাত্র কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি জয় পেয়েছেন।
সিকে নাউডুর নেতৃত্বে ১৯৩২ সালে লর্ডসে প্রথম প্রথম টেস্ট খেলে ভারত। নিজেদের প্রথম ম্যাচে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন ইংল্যান্ডের কাছে ১৫৮ রানে পরাজিত হয় ভারতীয় দল।
ঐতিহাসিক এ মাঠে ১০ ম্যাচ পর ভারতীয় দল প্রথম জয়ের মুখ দেখে।
কপিল দেবের নেতৃত্বাধীর ভারতীয় দল ১৯৮৬ সালে লর্ডসে প্রথম জয় লাখ করে। ডেভিড গোয়ারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলকে পাঁচ উইকেটে হারায় ভারত।
১৯৮৬ সালে জয়ের পর এ মাঠে ভারত এ পর্যন্ত ৫টি টেস্ট খেলেছে। তবে কোন ম্যাচে জয়ী হতে পারেনি।
ভারতীয় দলের দ্বিতীয় জয় এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ২০১৪ সালে এলিষ্টার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ৯৫ রানে হারায় ধোনির ভারত। বিস্ময়করভাবে ৭৪ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের ইশান্ত শর্মা।