টাঙ্গাইলে যমুনার চরে বাদাম চাষ করছেন কৃষকরা

432

টাঙ্গাইল, ১৪ নভেম্বর ২০২০ (বাসস): জেলার ভূঞাপুর উপজেলায় যমুনার চরাঞ্চলে বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদামের বীজ রোপন ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। এ কাজে তাদের পরিবারের অন্য সদস্যরাও সহযোগিতা করছেন।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বাদাম চাষে সার, কীটনাশক ও নিড়ানির প্রয়োজন হয় না বলে বাদাম চাষ সহজ এবং লাভজনক। ফলন ভালো হলে প্রতি বিঘায় ১২ থেকে ১৫ মন বাদাম পাওয়া যায়। আর প্রতি মন বাদামের দাম দুইহাজার পাঁচশ’ টাকা থেকে তিনহাজার টাকা।
এসব বিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, এ বছর ভুঞাপুর উপজেলার চরাঞ্চলে একহাজার ৮৫০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হচ্ছে। কৃষকদের বাদাম চাষে সবধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ।
তিনি বলেন, অনুকূল আবহাওয়ায় বাদামের কাঙ্খিত ফলন হলে এবং বাজারে ভালো দাম পেলে কৃষকরা বেশ লাভবান হবেন।