বাসস দেশ-২২ : তথ্য প্রযুক্তি মন্ত্রীর সাথে চায়না জেডটিই’র প্রতনিধি দলের সাক্ষাৎ

158

বাসস দেশ-২২
জব্বার-সাক্ষাৎ
তথ্য প্রযুক্তি মন্ত্রীর সাথে চায়না জেডটিই’র প্রতনিধি দলের সাক্ষাৎ
ঢাকা, ৭ আগস্ট ২০১৮ (বাসস) : চায়না ভিত্তিক টেলিকম ইকুইপমেন্ট সরবরাহকারী খ্যাতনামা প্রতিষ্ঠান জং জিং টেলিকম ইকুইপমেন্ট (জেডটিই) একটি প্রতিনিধি দল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার আগারগাঁও আইসিটি ভবন কার্যালয়ে জেডটিই প্লোবাল সিইও জু জিয়াং এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন।
এ সময় তারা বাংলাদেশ (জেডটিই) এর চলমান প্রকল্পসমূহ বিশেষ করে আইসিটি বিভাগের ডেটা সেন্টার প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেডটিইর সিইও আইসিটি বিভাগের অধীন ডেটা সেন্টার প্রকল্পের কাজ চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শেষ করার প্রতিশ্রুতি দেন।
এ সময় তারা জানান, টেলিকম বিভাগের আওতাধীন বিটিসিএলর মর্ডানাইজেশন অফ টেলিকমিনিকেশন (এমওটিএন) প্রকল্পের বাস্তবায়নের কাজ অতি দ্রুত শুরু হতে যাচ্ছে। এছাড়াও তারা বাংলাদেশে স্মার্ট সিটি প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে জেডটিইর বাংলাদেশ অফিসের সিইও লিউ ওয়েনচেন এবং পরিচালক এ বি এম রেজা ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৯১২/এবিএইচ