সিনাই উপদ্বীপে হেলিকপ্টার দুর্ঘটনায় শান্তিরক্ষী ৫ আমেরিকানসহ ৭ সদস্য নিহত

423

কায়রো, ১৩ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : মিশরের সিনাই উপদ্বীপে এক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় বৃহস্পতিবার বহু-জাতিক পর্যবেক্ষক বাহিনীর সাত শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জন আমেরিকান, এক ফরাসি ও একজন চেক নাগরিক। শান্তিরক্ষী বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।
বৃহস্পতিবার শান্তিরক্ষা বাহিনী জানায়, ১২ নভেম্বর এক রুটিন মিশনে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় তিনটি দেশের সামরিক বাহিনীর সাত সহকর্মী নিহত হওয়ায় আমরা গভীরভাবে দু:খিত।
দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডন টুইটার বার্তায় তাইরান দ্বীপে মার্কিন শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হওয়ার উল্লেখ করে নিহতদের প্রিয়জনের প্রতি তাঁর গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, উদ্ধারকারী সৈন্য বহনকারী একটি আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) হেলিকপ্টার আহত এক আমেরিকান এমএফও শান্তিরক্ষীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইসরাইলি হাসপাতালে নিয়ে গেছে