মেহেরপুরে জননিরাপত্তায় ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ উদ্বোধন

402

মেহেরপর, ৮ এপ্রিল, ২০১৮ (বাসস) : মেহেরপুরে প্রথম বারের মত নাগরিক নিরাপত্তা, জরুরি সাহায্য ও অপরাধ দমনে সাহায্যকারী মোবাইল অ্যাপ ‘সেলফ প্রটেক্ট’ এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ মোবাইলের বাটন চেপে এ অ্যাপের উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) মোস্তাফিজুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আকতার, মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বিএমএর জেলা সভাপতি ডা.রমেশ চন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সেলফ প্রটেক্ট অ্যাপ’র উদ্ভাবক সাদ্দাম হোসেন, অ্যাপস এর প্রকল্প সমন্বয়ক মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, জননিরাপত্তায় সেলপ প্রটেক্ট অ্যাপ ভুমিকা রাখবে। বিষয়টি নিয়ে স্কুল কলেজসহ বিভিন্ন মাধ্যমে ক্যাম্পেইন করে কিভাবে এটি সাহায্য করবে সে বিষয়ে ব্যবস্থা নেবে।
পুলিশ সুপার বলেন, ‘সাদ্দাম আমাদের মেহেরপুরের ছেলে। সে জননিরাপত্তাই অনেক বড় একটা উদ্যোগ গ্রহণ করেছে। সেলপ প্রটেক্ট অ্যাপ থেকে কোন ইউজারের বার্তা পুলিশের কাছে পৌঁছানো মাত্র পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
অ্যাপ উদ্ভাবক সাদ্দাম হোসেন বলেন, অ্যাপটি মেহেরপুরে চালু হওয়াতে পুলিশের সহযোগীতায় মেহেরপুর বাসী নিরাপত্তামূলক সুবিধা গ্রহণ করতে পারবেন। অ্যাপটি পুরোপুরি ভাবে চালু হলে অনেক অপরাধ কমে যাবে।
অ্যাপটি যেভাবে কাজ করবে :
সেলফ প্রটেক্ট অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করা থাকলে, যে কোন বিপদের সময় ফোনের পাওয়ার বাটনটি পরপর ৩-৪ বার প্রেস করার সঙ্গে সঙ্গেই নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বন্ধু এবং পরিবারের কাছে তার অবস্থানসহ প্রয়োজনীয় বার্তা পৌঁছে যাবে। মুহুর্তের মধ্যেই আইন প্রয়োগকারী সংস্থা বা যারা বার্তাটি পাবেন তাদের মধ্যে যে কেউ ওই ব্যাক্তির অবস্থান জানতে পারবেন এবং তাকে সাহায্য করতে পারবেন। এমনকি ফোন হারানো বা চুরি হয়ে গেলে ফিরে পাওয়াসহ, পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংক ইত্যাদির লোকেশনসহ ফোন নম্বর সংগ্রহ করতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে। অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউন লোড করতে এই লিংকে http://bit.ly/SelfProtectApp অথবা www.selfprotectapp.com এই ওয়েব সাইটে ভিজিট করতে পারেন।