প্রতিরক্ষা মন্ত্রী ইস্পারকে বরখাস্ত করেছেন ট্রাম্প

319

ওয়াশিংটন, ১০ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, তিনি তার প্রতিরক্ষা মন্ত্রী মার্ক ইস্পারকে বরখাস্ত করেছেন। এর ফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে নির্বাচনে পরাজয় মেনে নিতে ট্রাম্পের অস্বীকৃতি বিতর্কের সৃষ্টি করা সরকারে ফের অস্থিতিশীলতা দেখা দিয়েছে। খবর এএফপি’র।
ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের প্রধান ক্রিস্টোফার মিলারকে তার স্থলাভিষিক্ত ঘোষণা করে ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘মার্ক ইস্পারকে বরখাস্ত করা হয়েছে। তার দায়িত্ব পালনের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ পর ইস্পারকে বরখাস্ত করা হলো। গণবিক্ষোভ দমনে সামরিক বাহিনী ব্যবহারে তার পরামর্শ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য দেখা দিয়েছিল।
ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার আগে কেবলমাত্র ২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় রয়েছেন। তিনি নির্বাচনে জালিয়াতির যুক্তিহীন দাবি করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে আবেদন করেছেন।