বাসস ক্রীড়া-৪ : মামলার শুনানির কারণে লর্ডস টেস্টে নেই স্টোকস

153

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-স্টোকস
মামলার শুনানির কারণে লর্ডস টেস্টে নেই স্টোকস
লন্ডন, ৭ আগস্ট ২০১৮ (বাসস) : গেলো বছর সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি পানশালার বাইরে মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ওই মামলার শুনানির কারণে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। ফলে স্টোকসকে ছাড়া ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে খেলতে নামবে হবে ইংলিশদের।
পরবর্তীতে মামলা পেয়ে জামিন লাভ পেলে ইংল্যান্ড দলের হয়ে খেলে আসছিলেন স্টোকস। তবে প্রায় ১১ মাস পর গতকাল স্টোকসের ওই মামলার শুনানি শুরু হয়।
তাই শুনানির কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্টোকসকে দলে রাখেনি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কারণ, আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ৩১ রানে জিতেছিলো ইংল্যান্ড।
ইংল্যান্ডের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্টোকস। দুই ইনিংসে ব্যাট হাতে ২১ ও ৬ রান করেন তিনি। বল হাতে ২ ও ৪ উইকেট নেন এই অলরাউন্ডার।
বাসস/এএমটি/১২২০/-স্বব